Daily News.
ময়মনসিংহের তারাকান্দায় বাসের চাপায় অটোরিকশার সাত আরোহীর মৃত্যু হয়েছে।
আজ রোববার বেলা সোয়া ১টার দিকে উপজেলার গাছতলা বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নেত্রকোনা থেকে ঢাকাগামী শাহজালাল পরিবহনের একটি বাস বিপরীতমুখি নেত্রকোনাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ অটোরিকার ৭ জন।
তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ চালাচ্ছে পুলিশ।
নিহতদের সবাই ওই অটোরিকশার আরোহী ছিলেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পরেনি পুলিশ।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, দ্রুতগতির বাসটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে চাপা দেয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে।
রফিকুল ইসলাম
0 Comments