Daily News.

সাতক্ষীরায় মাছের ঘের থেকে রিংকু মল্লিক নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয়েছে।







রোববার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়ায় এক মাছের ঘেরে তার লাশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।


মৃত রিংকু মল্লিক (২২) শিবপুর ইউনিয়নের মল্লিকপাড়ার জব্বার মল্লিকের দ্বিতীয় ছেলে। তিনি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী বলে জানিয়েছে স্বজনরা।


সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ উদ্দিন বলেন, সকালে ওই মাছের ঘেরে কাদামাখা বিবস্ত্র এক যুবকের মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন।

পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।  পরিবারের সদস্যদের ভাষ্য মরদেহটি মানসিক ও শারীরিক প্রতিবন্ধী রিংকু মল্লিকের।


তবে কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখছে পুলিশ বলে জানান তিনি।


তিনি আরও জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।



আনোয়ার হোসেন।