Daily News.
চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন বাস চালক ও তাঁর সহকারী।ঘটনার সাত দিন পর আজ গ্রেপ্তার হলেন তারা।
সুনামগঞ্জে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ওই বাসের চালক শহীদ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ শনিবার সকাল ছয়টার দিকে সুনামগঞ্জ পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেন। এর আগে গত ২৭ ডিসেম্বর (২০২০) রাতে ছাতক উপজেলার কামরাঙ্গীরচর গ্রাম থেকে ঐ বাস চালকের সহকারী আবদুর রশিদকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদেরকে রাখা হয়েছে সিআইডি-র হেফাজতে।
গ্রেপ্তারের পর আবদুর রশিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানা যায়।
পরিবার সূত্রে জানা যায়, দিরাই পৌর শহরে তাদের বাড়ি। ওই ছাত্রীর বড় বোনের বাসা সিলেটে। বড় বোনের বাড়িত বেড়াতে গিয়েছিল তিনি। গত ২৬ ডিসেম্বর বিকেলে সিলেট থেকে দিরাইগামী যাত্রীবাহী বাসে তুলে দেন তাকে তার দুলাভাই। এরপর বাসটি পথে পথে যাত্রী ওঠানামা করতে করতে আসছিল। একটা সময় এসে বাসটিতে ওই ছাত্রী একা হয়ে পড়ে। বাসটি দিরাইয়ের সুজানগর এলাকায় পৌঁছালে চালক তাঁর সহকারীকে বাস চালাতে দিয়ে মেয়েটির কাছে যান। তিনি মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন ধস্তাধস্তির একপর্যায়ে এসে মেয়েটি বাস থেকে লাফ দেন নিজেকে রক্ষা করতে। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়, ঐ পথের পথচারীরা তাকে রাস্তায় পেয়ে সেখান থেকে উদ্ধার করে এবং তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করেন।
ঘটনার রাতেই মেয়েটির বাবা বাদী হয়েদিরাই থানায় বাসের চালক সিলেটের নগরের জালালাবাদ থানার মোল্লারগাঁও এলাকার বাসিন্দা "শহীদ মিয়া", এবং তাঁর সহকারী সুনামগঞ্জের ছাতকের কামরাঙ্গীরচর গ্রামের "আবদুর রশিদসহ" সহ মোট তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
0 Comments