SPworld >> Daily News.
‘ধর্ষণের পর নদীতে লাশ ফেলে দেওয়া স্কুল ছাত্রীর ৫১ দিন পর জীবিত প্রত্যাবর্তন’
নারায়ণগঞ্জের বরখাস্তকৃত পুলিশের উপ-পরিদর্শক শামীমের নির্যাতনের শিকার হয়ে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার; অতঃপর আদালতে সঠিক তথ্য উঠে আসার পর জামিনে মুক্ত নারায়ণগঞ্জের সেই মাঝি খলিলুর রহমান। লোমহর্ষক সব তথ্য জানিয়েছেন খলিলুর রহমান।
.
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে ২৫ পৃষ্ঠার এ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়। আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদন বলা হয়েছে, আসামিদের ভয় দেখিয়ে ও মারধর করে কিশোরীকে ধর্ষণ ও হত্যার স্বীকারোক্তি নেয় পুলিশ।
এর আগে ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে কথিত ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিচার বিভাগীয় তদন্ত হাইকোর্টে আসে।
গত বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার শিকার স্কুলছাত্রীর জীবিত ফেরত আসার ঘটনায় নথি তলবের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিভিশন আবেদন দায়ের করা হয়। ৫ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ আবেদন করেন।
৫ আইনজীবী হলেন- মো. আসাদ উদ্দিন, মো. জোবায়েদুর রহমান, মো. আশরাফুল ইসলাম, মো. আল রেজা আমির ও মো. মিসবাহ উদ্দিন।
গত ২৪ আগস্ট
ওই প্রতিবেদন আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চের নজরে আনেন। তখন আদালত আইনজীবী শিশির মনিরকে লিখিতভাবে আবেদন করতে বলেন। এরপর একটি রিভিশন মামলা দায়ের করা হয়।
ঘটনার বিবরণী উল্লেখ করে শিশির মনির জানান, গত ৪ জুলাই ৫ম শ্রেণির ছাত্রী দিসা নিখোঁজ হয়। গত ৬ আগস্ট নিখোঁজ স্কুলছাত্রী দিসার বাবা জাহাঙ্গীর হোসেন নারায়ণগঞ্জ সদর থানায় অপহরণ মামলা করেন। মামলার পর পুলিশ আব্দুল্লাহ, রকিব এবং খলিল নামে ৩ জনকে গ্রেফতার করে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বীকারোক্তিতে তারা বলে, তারা দিসাকে গণধর্ষণের পর হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়। জবানবন্দি গ্রহণের পর আসামিদেরকে জেলে পাঠানো হয়। কিন্তু ২৩ আগস্ট দিসা ফিরে আসে। এখন প্রশ্ন দেখা দিয়েছে আসামিরা কীভাবে ধর্ষণ ও হত্যা সম্পর্কিত স্বীকারোক্তি দিয়েছেন। যেখানে দিসা অক্ষত অবস্থায় ফেরত এসেছে।
.
খলিলুর রহমান শীতলক্ষ্যা নদীর নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটের পেশাদার নৌকার মাঝি। বুধবার (২ সেপ্টেম্বর) কারামুক্ত হওয়ার পর এসআই শামীমের অত্যাচার নিয়ে লোমহর্ষক সব তথ্য জানিয়েছেন খলিলুর রহমান।
খলিলুর রহমান।
গত ৪ জুলাই এক কিশোরী নারায়ণগঞ্জ শহরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হলে সদর থানায় মামলা করে তার পরিবার। পরে পুলিশ সেই মামলায় খলিল, আব্দুল্লাহ্ ও রকিব নামে তিনজনকে গ্রেফতার করে। পরে ৯ আগস্ট তারা ওই কিশোরীকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসিয়ে দেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই শামীম আল মামুন।
খলিলুর বলেন, ৮ আগস্ট বিকেলে কোনো কারণ ছাড়াই নৌকা থেকে তাকে তুলে নিয়ে থানা হাজতে আটক করে সদর থানার এসআই শামীমের নেতৃত্বে পুলিশের একটি দল। পরে দাঁড় করানো হয় অপরিচিত দুই যুবকের সামনে। পরে শামীম তাকে প্রশ্ন করেন; ‘তুই ওদের চিনিস?’ উত্তরে ‘না’ বলতেই তাকে মারধরসহ নানা নির্যাতন শুরু করেন। এক পর্যায়ে হাত-পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখেন।
তিনি বলেন, চোখে মুখে গামছা বেঁধে পানি ঢালা হয়। এতে তার দম বন্ধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। ১৫ থেকে ২০ মিনিট এভাবে চোখে মুখে পানি ঢেলে দফায় দফায় চলে অমানুষিক নির্যাতন। এসআই শামীমের কথামতো কাজ না করলে এবং মিথ্যা স্বীকারোক্তি না দিলে ক্রসফায়ারে হত্যার ভয় দেখানো হয়। শেষে প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে মিথ্যা জবানবন্দি দিতে সম্মত হলে ঝুলন্ত অবস্থা থেকে নামানো হয়।
তিনি আরও বলেন, টানা তিনদিন থানা হাজতে আটকে রেখে এভাবে নির্যাতন করে শেখানো স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে। বর্তমানে থানায় পুলিশের নির্যাতনের কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
খলিলুর বলেন, মিডিয়ার কারণে আল্লাহর রহমতে আমি জামিনে বেরিয়েছি। আমি এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই। আমি অসুস্থ মানুষ। স্ত্রী সন্তান নিয়ে সুস্থভাবে জীবন যাপন করতে চাই। সরকার যেন আমাকে এই ঝামেলা থেকে মুক্তি দেন। তবে মিডিয়ায় কথা না বলতে পুলিশের পক্ষ থেকে নানাভাবে চাপ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
খলিল মাঝির স্ত্রী শারমিন বেগম বলেন, আগে থেকেই কিডনিসহ নানা অসুখে ভুগছিলেন তার স্বামী খলিল। পুলিশ মারধর করে আরও অসুস্থ বানিয়ে ফেলেছে। জামিনে মুক্তির পর চিকিৎসক দেখালে বিভিন্ন পরীক্ষা দিয়েছেন। কিন্তু টাকার জন্য পরীক্ষা না করিয়ে বাড়িতে ফিরেছেন। বিনা চিকিৎসায় ভুগছেন তিনি।
এদিকে ঘটনার ৫১ দিন পর ২৩ অগাস্ট ওই কিশোরী পরিবারের কাছে জীবিত ফিরে আসলে ব্যাপক তোলপাড় হয়।
ফিরে আসার পর কিশোরী আদালতে স্বীকারোক্তিতে বলেছে, ইকবাল নামের এক যুবককে বিয়ে করে বন্দর এলাকার এক ভাড়া বাড়িতে বসবাস করছিলেন তিনি।
আলোচিত এ ঘটনায় নির্যাতন করে জবানবন্দি আদায় ও আসামিদের পরিবারের কাছ থেকে ঘুষ নেয়াসহ নানা অভিযোগের প্রেক্ষিতে মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের জন্য সুপারিশ করেছে পুলিশের তদন্ত কমিটি।
আনোয়ার হোসেন।
0 Comments