Daily News.

নিখোঁজের ৩ দিন পর হাসপাতালের সেপটিক ট্যাংকে মিলল শিশুর লাশ। 






চাঁপাইনবাবগঞ্জে তিন দিন আগে নিখোঁজ রোহান নামের তিন বছরের শিশুর লাশ গতকাল শনিবার রাতে একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়েছে। রাত পৌনে নয়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গসংলগ্ন সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। 


অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, গত ৩১ ডিসেম্বর বিকেল থেকে শিশুটি নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুজির পর না পেয়ে রোহানের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টি তদন্তে নামে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শিশুটিকে হত্যা করে মর্গসংলগ্ন সেপটিক ট্যাংকে ফেলে রাখার বিষয়টি গতকাল রাত আটটার দিকে জানা যায়। পরে লাশটি উদ্ধার করা হয়। হত্যার কারণ এখনো জানা যায়নি। হত্যাকারীকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


মাহবুব আলম খান বলেন, শনিবার পৌর এলাকার বিভিন্ন মোড়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, অজ্ঞাত একজন ব্যক্তি শিশুটিকে কোলে নিয়ে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করছে। এতে পুলিশ ধারণা করে যে হয়তোবা শিশুটিকে হত্যা করে হাসপাতালের আশেপাশেই কোথাও রাখা হয়েছে। পরে খোজাঁখুজির একপর্যায়ে সদর হাসপাতালের সেপটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।







শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার মাহবুব আলম খান।

তবে কী কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে -এ বিষয়ে কিছুই জানাতে পারেননি পুলিশ। তিনি জানান, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে শিশুটিকে নিয়ে আসা ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা গেলেই এ হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আনোয়ার হোসেন।