Daily News.

সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরান টিপরদী এলাকায় কনকা ইলেক্ট্রনিক্স ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।









আজ রোববার (৩ জানুয়ারী) সকাল ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


ঠিক কি কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাও বলতে পারছে না কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের লোকজন। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের।


সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, কনকা ইলেকট্রনিকসের গোডাউনে আগুন লেগেছে। ভেতরে কিছু লোক আটকা পড়েছে বলে তিনি শুনেছেন। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।

দুপুর একটা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনে ফ্যাক্টরির অভ্যন্তরে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো জানা যায়নি।


বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বেলা একটার দিকে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে নয়টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।


সোহেল রানা।