Daily News.

বাস ও প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের তিন বোনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।




নরসিংদীর বেলাব উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে  মৃত্যু হয়েছে চারজনের এবং আহত হয়েছেন আরও একজন।

(১ জানুয়ারি) শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বেলাব থানার ওসি সাফায়েত হোসেন।


দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ হলে এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। । খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতদের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় পাঠায়।


ঢাকা থেকে সিলেটগামী "আল মোবারাকা" পরিবহনের একটি বাস বেলাব উপজেলার জংগুয়ার এলাকায় পৌঁছালে ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারচালক ও একই পরিবারের তিন বোনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপর এক মহিলাকে উদ্ধার করে ভৈরব হাসপাতালে ভর্তি করানো হয়। একথা জানিয়েছেন বেলারের পুলিশ।

নিহতরা হলেন, নরসিংদীর পলাশ উপজেলার চলনা গ্রামের বেনু মিয়ার মেয়ে কামরুন্নাহার (৩৫), কামনা (২৪), ত্রিশা (২২) এবং কুষ্টিয়ার মিরপুরের ইয়াকুব আলীর ছেলে নোয়াব আলী (৫৫)। 



লিখেছেন: সোহেল রানা।