আন্তর্জাতিক খবর
নবী মুসা (আ). মসজিদে ড্যান্স পার্টি, ফিলিস্তিনের শীর্ষ DJ সামা আব্দুলসহ আরো তিনজন গ্রেফতার।
২৬সে ডিসেম্বর (শনিবার) রাতে ওই মসজিদটিতে ড্যান্স পার্টির আয়োজন করে কয়েকজন তরুণ-তরুণী। ওই স্থান থেকেই DJ সামা আব্দুলসহ আরো তিনজনকে গ্রেফতার করে ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা বাহিনী।
ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত নবী মুসা (আ). এর মসজিদে DJ পার্টি করার অভিযোগে দেশটির শীর্ষ ডিজে সামা আব্দুল হাদিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর তাকে ১৫ দিনের রিমান্ড দিয়েছেন ফিলিস্তিনের আদালত।
ফিলস্তিনের প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ জানিয়েছেন এই ঘটনার তদন্ত করা হচ্ছে। এমন ঘটনায় জড়িত প্রমাণিত হলে সবাইকেই শাস্তি পেতে হবে বলেও জানিয়েছে ফিলিস্তিন সরকার।
নবী মুসা মসজিদ স্থানটি মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। বিশ্বাস করা হয়, এই স্থানটিতেই মুসা (আ) কে কবর দেয়া হয়েছিল। এদিকে মসজিদে আয়োজিত DJ পার্টির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় ফিলিস্তিনিরা।


0 Comments