Daily News.
লিফটে কাজ করতে গিয়ে নিহত ২ কর্মীর।
যারা নিহত হয়েছেন তারা হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বিন্দারচর এলাকার আবু বক্করের ছেলে শাকিব হাসান ও কুড়িগ্রামের ফুলবাড়ী থানার আটিয়াবাড়ী এলাকার সালাম মিয়া। তারা গাজীপুরে বাসা ভাড়া থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন।
নলজানি এলাকায় (গাজীপুর) নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পুলিশ।
আটতলা নির্মাণাধীন ভবনের ৬তলায় লিফটের কাজ করছিল সালাম ও শাকিব। কাজের একপর্যায়ে ৬তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তারা। এরপর তাদেরকে সেখান থেকে নিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তারপর তাদেরকে মৃত বলে ঘোষণা করেন, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মো. সাইফুল ইসলাম জানান, নির্মাণাধীন ভবন থেকে পড়ে ওই দুইজন নির্মাণ শ্রমিক মারা যায়। মরদেহ দুটি ওই হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্তের পর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
0 Comments